সিইসির সঙ্গে মার্কিন দূত জ্যাকবসনের বৈঠক দুপুরে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:৩৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ইসির সঙ্গে প্রথমবারের মতো মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের এ বৈঠক হচ্ছে। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এসআইবি/এমবি