Logo

জাতীয়

প্রতীক বরাদ্দ হলেই প্রবাসীরা ভোট দিতে পারবেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:১৬

প্রতীক বরাদ্দ হলেই প্রবাসীরা ভোট দিতে পারবেন

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের ৩০ দিন আগে প্রতীক বরাদ্দ হলেই প্রবাসীরা ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ঘোষিত রোডম্যাপ থেকে এ তথ্য জানা জানানো হয়েছে।

রোডম্যাপে বলা হয়েছে, রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার শুরু হবে তফসিল ঘোষণার পর। এ প্রচার বিটিভি ও বাংলাদেশ বেতারে করা হবে। প্রতীক বরাদ্দের পর জাতীয় সংসদের আসনভিত্তিক রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে একই প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোটার ও অংশীজনের উপস্থিতিতে নির্বাচনি ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করার ব্যবস্থা করা হবে। 

এতে আরো বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের জন্য ব্যালট পেপার প্রেরণ ও ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে ৫ জানুয়ারি। নির্বাচনের এক সপ্তাহ আগে ব্যালট দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে। নির্বাচনের ৩০ দিন আগে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হলেই প্রবাসীরা ভোট দিতে পারবেন।

রোডম্যাপ অনুযায়ী নির্বাচন উপলক্ষে ২৪টি বিষয় ও ২০৭ ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে অন্যতম কয়েকটি ধাপ হলো- অংশীজনদের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইন-বিধি সংস্কার, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ চূড়ান্তকরণ, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালার অনুমতি প্রদান, নির্বাচনসংশ্লিষ্ট আইন-বিধিমালার সংশোধনী একীভূতকরণ এবং ম্যানুয়েল নির্দেশিকা প্রণয়ন।

আরো কয়েকটি ধাপ হলো- পোস্টার ও পরিচয়পত্র মুদ্রণ, নির্বাচনি দ্রব্যাদি সংগ্রহ, স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনি দ্রব্যাদির ব্যবহার উপযোগীকরণ, নির্বাচনি বাজেট প্রস্তুত ও বাজেট বরাদ্দ, ভোটকেন্দ্র স্থাপন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ, আইসিটি সহায়তা, রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার, উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ফলাফল প্রদর্শন, প্রচার ও প্রকাশবিষয়ক ব্যবস্থা গ্রহণ (ইলেকট্রনিক মাধ্যমে প্রচার), ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, পোস্টাল ভোটিং ও বিবিধ।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর