Logo

জাতীয়

সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাববার সুযোগ নেই : ইসি সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:৩৬

সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাববার সুযোগ নেই : ইসি সচিব

ছবি : বাংলাদেশের খবর

গণপরিষদ ও গণভোটের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশনা জাতীয় নির্বাচনের জন্য, সংসদ নির্বাচনের বাইরে আমাদের অন্য কোন কিছু ভাববার সুযোগ নেই।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তফসিল কবে এবং ভোট কবে হবে? এমন এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেব। আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, আগামী রমজানের আগে ভোট করার জন্য। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে (২০২৬ সালের) ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজানতো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন উপলক্ষে ২৪টি বিষয় ও ২০৭ ধাপ বাস্তবায়ন করা হবে।

এর মধ্যে অন্যতম কয়েকটি ধাপ হলো- অংশীজনদের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইন-বিধি সংস্কার, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ চূড়ান্তকরণ, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালার অনুমতি প্রদান, নির্বাচনসংশ্লিষ্ট আইন-বিধিমালার সংশোধনী একীভূতকরণ এবং ম্যানুয়েল নির্দেশিকা প্রণয়ন, পোস্টার ও পরিচয়পত্র মুদ্রণ, নির্বাচনি দ্রব্যাদি সংগ্রহ, স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনি দ্রব্যাদির ব্যবহার উপযোগীকরণ, নির্বাচনি বাজেট প্রস্তুত এবং বাজেট বরাদ্দ।

আরো কয়েকটি ধাপ হলো- ভোটকেন্দ্র স্থাপন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ, আইসিটি সহায়তা, রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার, উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ফলাফল প্রদর্শন, প্রচার ও প্রকাশবিষয়ক ব্যবস্থা গ্রহণ (ইলেকট্রনিক মাধ্যমে প্রচার), ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, পোস্টাল ভোটিং এবং বিবিধ।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর