প্রকৌশল অধিকার আন্দোলন : সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০০
-68b060efc0fce.jpg)
ছবি : সংগৃহীত
দেশের সব সরকারি ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ বলবৎ রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। এই সিদ্ধান্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে চলমান আন্দোলন ও দাবির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
আন্দোলনকারীরা ভিডিও চিত্রের মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে বিদ্যমান বৈষম্য তুলে ধরেন।
প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ বলেন, ‘গতকালের (বুধবার ২৭ আগস্ট) ম্যাসিভ ইনসিডেন্টের পরও আমাদের কমিটমেন্ট বাস্তবায়ন হয়নি। তাই নেক্সট অ্যানাউন্সমেন্ট না দেওয়া পর্যন্ত দেশের সব ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে।’
অন্দোলনকারীদের দাবি তিন দফা—
১. ৯ম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নিশ্চিত করা।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমাধারী এবং উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন শিক্ষার্থীরাই ‘প্রকৌশলী’ হিসেবে স্বীকৃতি পাবে।
এর আগে গত মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বুধবার বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ, পুলিশি বাধা ও লাঠিপেটার ঘটনা ঘটে। এর পর ওইদিন রাতেই দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়।
ডিআর/এএ