Logo

জাতীয়

প্রকৌশল অধিকার আন্দোলনে পুলিশের ভূমিকা তদন্তে কমিটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২১:২১

প্রকৌশল অধিকার আন্দোলনে পুলিশের ভূমিকা তদন্তে কমিটি

ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশের ভূমিকা ও ঘটনাপ্রবাহ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংঘটিত ঘটনাকে কেন্দ্র করেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফাইন্যান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট) মো. শওকত আলীকে। সদস্য হিসেবে রয়েছেন ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অর্থ) সাদেক আহমেদ।

ডিএমপি জানায়, কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। এজন্য তারা ঘটনাটির ভিডিও ফুটেজ বিশ্লেষণ, সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পুলিশের কার্যক্রমের যৌক্তিকতা যাচাই করবেন। প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সহায়তার জন্য যুক্ত করার সুযোগও থাকবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কতটা নিরপেক্ষ ও আইনসিদ্ধ ছিল, সেটি যাচাইয়ের লক্ষ্যেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর