Logo

জাতীয়

বুথ সংখ্যা কমানোয় ইসির ১০০ কোটি টাকা সাশ্রয় : ইসি সানাউল্লাহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৪:১৮

বুথ সংখ্যা কমানোয় ইসির ১০০ কোটি টাকা সাশ্রয় : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্বাচন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণ করার মাধ্যমে কমিশন ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে। এর ফলে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হয়েছে। সাথে সাথে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমেছে।

নির্বাচন কমিশনার বলেন, শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে এত বড় অঙ্কের ব্যয় সাশ্রয় করা গেছে। ভবিষ্যতেও প্রতিটি ধাপে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শুধু সাধারণ প্রশিক্ষণ নয়, বরং ট্রেনিং অব ট্রেইনারস (TOT)-এরও ঊর্ধ্বে। কারণ এখানে প্রশিক্ষণ গ্রহণকারীরাই পরবর্তীতে মাঠপর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। তাই প্রশিক্ষণের মান সর্বোচ্চ রাখতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিধান, আরপিও সংশোধনী প্রস্তাবের বিষয়গুলো হালনাগাদভাবে জানতে হবে।

‘বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। চলমান সংশোধনী ও প্রস্তাবিত বিধিবিধানগুলো সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হবে,’ তিনি মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত। এজন্য তিনি সবার প্রতি সৎভাবে ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর