দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক সপ্তাহে মৃত্যু ৮

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৮:১২

ছবি : সংগৃহীত
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে (শনিবার ২৩ আগস্ট থেকে শুক্রবার ২৯ আগস্ট ) ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে এবং দুই হাজার ৫৮৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫৪১ জন। ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৯৯৬ জন, মারা গেছেন ১১৮ জন। এর মধ্যে আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩৫ জনের।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটি বাড়ে। প্রতিরোধে ওষুধ প্রয়োগের পাশাপাশি সিটি করপোরেশনকে প্রচার বাড়াতে হবে, একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশানিধনে শুধু জরিমানা আর সচেতনতা যথেষ্ট নয়; সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
ডিআর/এএ