‘ভুয়া অডিও এআই প্রযুক্তিতে তৈরি, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকৃত কণ্ঠ নয়’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:০৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের ওই অডিওটি সম্পূর্ণ ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, ভুয়া অডিও রেকর্ডে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সম্পর্কিত বিষয়ে একজন অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়, যা সম্পূর্ণ মনগড়া ও মিথ্যা। এতে সাধারণ মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এনএমএম/এমবি