Logo

জাতীয়

তাবলীগের প্রবীণ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেনের ইন্তেকাল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৯

তাবলীগের প্রবীণ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেনের ইন্তেকাল

তাবলীগের প্রবীণ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেনের ইন্তেকাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ ও প্রবীণ মুরুব্বি, কাইরাইল মসজিদের আহলে শুরার সদস্য হযরত মাওলানা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত দুই দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মাওলানা মোশাররফ হোসেন ছিলেন তাবলীগ জামাতের একজন বরেণ্য দাঈ। তিনি বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজের ইমামতি করতেন এবং নিয়মিত আসর, ফজরসহ বিভিন্ন নামাজের পর মূল বয়ান দিতেন। তাবলীগ জামাতের প্রতিনিধি হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি সফরে গিয়েছেন।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, শনিবার মাগরিবের নামাজের পর টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে তাবলীগের মারকাজ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও বাংলাদেশের প্রবীণ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম। তারা এক শোকবার্তায় বলেন, আল্লাহ তাআলা মাওলানা মোশাররফ হোসেনকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তার পরিবারসহ দুনিয়াজুড়ে সকল সাথীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর