Logo

জাতীয়

নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৪:৫৩

নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ফোন করে তিনি নুরের সঙ্গে কথা বলেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ফোনালাপে নুর প্রধান উপদেষ্টাকে শুক্রবার রাতের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরকে দেখেন।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ কয়েকজন নেতাকর্মী। পরে রক্তাক্ত অবস্থায় নুরকে আল রাজী টাওয়ারের সামনে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের নাক ফেটে রক্তে ভেসে যাচ্ছে মুখ ও বুক। দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা নুরুল হক নুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর