Logo

জাতীয়

বিজয়নগরে সংঘর্ষ : জরুরি বৈঠকে বসেছেন পুলিশ কর্মকর্তারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:০২

বিজয়নগরে সংঘর্ষ : জরুরি বৈঠকে বসেছেন পুলিশ কর্মকর্তারা

রাজধানীর বিজয়নগরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

ঘটনার সময় লাল শার্ট পরা এক ব্যক্তিকে ছাত্রনেতা সম্রাটকে লাঠিপেটা করতে দেখা যায়। তিনি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখনও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এ পরিস্থিতিতে তোপের মুখে থাকা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসেন। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে।’

তিনি আরও বলেন, সিভিল পোশাকে থাকা ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত বা তাকে আটক করা হয়েছে কিনা— এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর