১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন, ষড়যন্ত্র করে থামানো যাবে না : প্রেস সচিব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৬:৩০

ছবি : সংগৃহীত
দেশে নির্বাচনের পরিবেশ আছে এবং নির্বাচন নির্ধারিত সময়ে হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্র এই প্রক্রিয়াকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের বিষয়ে বিএনপি-জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টা আগামী রোববার (৩১ আগস্ট) বৈঠক করবেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরিচালনা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করা হবে।
তিনি বলেন, ‘নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না।’
প্রেস সচিব জানান, সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। এই ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
ডিআর/এমএইচএস