Logo

জাতীয়

‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে ইসি কর্মকর্তাদের আল্টিমেটাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২১:০৭

‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে ইসি কর্মকর্তাদের আল্টিমেটাম

ছবি : সংগৃহীত

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনের জন্য আল্টিমেটাম দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা।

শনিবার (৩০ আগস্ট) উপজেলা/থানা/সমমান ইলেকশন অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স এসোসিয়েশন-এর সাধারণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সর্বসম্মতিক্রমে ইসির জন্য পৃথক সার্ভিস গঠনের দাবি উত্থাপন করা হয়।

এতে আরো বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন করতে হবে।

নেতারা বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন সত্ত্বেও ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিষয়টি বিলম্বিত হওয়ায় বক্তারা নিন্দা জ্ঞাপন করেন। 

বিষয়টি নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেন যে, ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করা ব্যতিরেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর