Logo

জাতীয়

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন র‍্যাব ডিজি ও এসবি প্রধান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৬:২৩

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন র‍্যাব ডিজি ও এসবি প্রধান

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল।

রোববার (৩১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে। চুক্তির শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।

বর্তমান র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত বছরের ৭ আগস্ট র‍্যাবের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে তার চাকরির মেয়াদ চুক্তিভিত্তিক এক বছর বাড়ানো হয়। এবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আরও ছয় মাস মেয়াদ বাড়ানো হলো।

একই মেয়াদে অতিরিক্ত আইজিপি পদে নিয়োগ পেয়েছেন এসবি প্রধান মো. গোলাম রসুল। তার চাকরির মেয়াদ ৩১ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তিনি দায়িত্বে বহাল থাকবেন। এর আগে ২৫ আগস্ট তাকে পদোন্নতি দিয়ে গ্রেড-১-এ উন্নীত করা হয়েছে।

চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রসুল। এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রজ্ঞাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর