Logo

জাতীয়

বাজারে পলিথিন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : উপদেষ্টা রিজওয়ানা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৬

বাজারে পলিথিন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : উপদেষ্টা রিজওয়ানা

বাজারে পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে— এমন সতর্কবার্তা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের পরিবর্তে টেকসই ও পুনঃব্যবহারযোগ্য পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। সরকার ভর্তুকি মূল্যে এসব ব্যাগ সরবরাহ করছে এবং এ উদ্যোগ সফল করতে ভোক্তাদের অংশগ্রহণ অপরিহার্য।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের আওতায় টিসিবির ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। প্রকল্পের অংশ হিসেবে জনগণকে সচেতন করার পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, মার্কেটিং, মান নিয়ন্ত্রণ ও উৎপাদন খরচ কমানোর প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা ও কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা জরুরি। তাই আজকের প্রতিশ্রুতি হলো— ‘আর নয় পলিথিন ব্যাগ’।

উল্লেখ্য, রাজধানীর নির্ধারিত বাজারে টিসিবির অনুমোদিত দোকান থেকে ভর্তুকি মূল্যে এসব পাটের ব্যাগ পাওয়া যাবে। ব্যাগের মান ও আকার অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৮০ টাকার মধ্যে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর