Logo

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:০৮

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের চলমান পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করতে রোববার (৩১ আগস্ট) বিকাল ৪টা ১২ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতের প্রতিনিধিদল।

জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ প্রতিনিধিদলে আছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জামায়াতের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবং ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গেও নির্বাচনী ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর