Logo

জাতীয়

নির্বাচনে সেনার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫

নির্বাচনে সেনার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও কাজে লাগানোর পরিকল্পনা আছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় দুদকের দেওয়া প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রতিবেদন অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর এমন হামলা দুর্ভাগ্যজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সিলেট বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টায় স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় তাকে স্বাগত জানান বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।

সোমবার বিকেল সাড়ে ৫টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ছাড়বেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মো. রেজাউল হক ডালিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর