গুজব-গুঞ্জনের ভিড়ে ঢাকার পুলিশকে ‘অ্যালার্ট’ থাকার নির্দেশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৫

রাজধানীতে জরুরি অবস্থা জারি হবে কি না— এমন গুঞ্জনের মধ্যে হঠাৎ করেই পুলিশ কন্ট্রোলরুম থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানা ও ইউনিটকে ‘অ্যালার্ট’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে ডিএমপি বলছে, তারা সব সময়ই সতর্ক থেকে কাজ করে। রোববার (৩১ আগস্ট) কয়েকটি সংবাদমাধ্যমে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের কথিত সাক্ষাতের খবর প্রকাশিত হওয়ার পরই বাজারে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। এর সঙ্গে যুক্ত হয় জরুরি অবস্থা জারির সম্ভাবনার কথা।
এ নিয়ে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই। দু-একটা পত্রিকায় দেখেছি। বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই।’ প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের কথিত সাক্ষাতের বিষয়টি গুজব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত অবশ্যই গুজব।’ জরুরি অবস্থা ঘোষণার প্রশ্নে তিনি সরাসরি বলেন, ‘আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।’
তবে গুজব-গুঞ্জনের এই প্রেক্ষাপটেই আজ সোমবার ঢাকার প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বার্তায় বলা হয়েছে— ‘সতর্ক থাকুন, টহল বাড়ান, কোনো অঘটন ঘটতে দেবেন না।’
ডিএমপির একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগের মিছিলে ককটেল ফুটেছে। এটা নিয়ে স্যাররা খুব নাখোশ। তার ওপর আজ ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় আওয়ামী লীগের লোকজন কোনো কিছু ঘটাতে পারে। সব মিলিয়ে আমাদের অ্যালার্ট থাকতে বলেছেন।’
এছাড়াও ডিএমপির একটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানান, ‘হঠাৎ ঝটিকা মিছিল ঠেকাতেই মূলত পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কেনো এত কড়া নির্দেশ, তা স্পষ্টভাবে জানানো হয়নি।’
এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘আমরা সব সময়ই সতর্কতার সঙ্গে কাজ করছি। এটা তো নতুন কিছু না।’ বাজারে নানা কথা ছড়ালেও ডিএমপি এসব বিষয়ে কোনো অবস্থান নিতে নারাজ।
এদিকে রাজনৈতিক উত্তাপ, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও হঠাৎ ছড়িয়ে পড়া গুজব— সব মিলিয়ে রাজধানীর পরিস্থিতি অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই পুলিশের হঠাৎ সতর্কবার্তা দিয়েছে ভিন্ন মাত্রার ইঙ্গিত। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা জারির কোনো নিশ্চয়তা কিংবা সম্ভাবনাও নেই।
এনএমএম/এমএইচএস