পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন শুরু ১১ নভেম্বর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯

যেসব ভোটার দেশের বাইরে বা দেশের ভেতর থেকেও পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের তালিকা করার জন্য নিবন্ধন কার্যক্রম আগামী ১১ নভেম্বর থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাসীদের ভোট পদ্ধতি ও আইন-কানুন বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার জোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আদালতের আদেশে এক যুগ পর চাকরি ফিরে পেয়ে নির্বাচন কমিশনে যোগ দেওয়া ৬০ জন নির্বাচন কর্মকর্তাকে শুধু পোস্টাল ব্যালটের জন্য প্রবাসীদের ভোটাধিকারের কাজে সম্পৃক্ত রাখা হচ্ছে।
এবারই প্রথম প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এসআইবি/এমবি