Logo

জাতীয়

সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতা চান ইসি কর্মকর্তারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১

সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতা চান ইসি কর্মকর্তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনের সময় বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি তুলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা। সুষ্ঠু ভোট আয়োজন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দাবির পক্ষে তারা যুক্তি উপস্থাপন করেছেন।

গত সোমবার ও মঙ্গলবার (১-২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে দুদিনব্যাপী এক কর্মশালায় এ দাবি জানান ইসি কর্মকর্তারা। কর্মশালায় সচিবালয়ের কর্মকর্তারা সরাসরি অংশ নেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। এতে চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় নির্বাচনী আইন ও আচরণবিধি বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। ইসির কর্মকর্তারা বলেন, অতীতে তাদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি। এবার তারা নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে চান। এজন্য নিজেদের জনবল থেকেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনী সময়ে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব তুলেছেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “সুন্দর নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য। কর্মকর্তাদের এবার বেশি সম্পৃক্ত করা হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিপুল জনবল সমন্বয় করা।”

প্রশিক্ষণ সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মশালায় তফসিল ঘোষণার পর শোডাউন নিয়ন্ত্রণ, রাতে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতি, মনোনয়ন জমার সময় নিয়ম ভঙ্গ, সরকারি সম্পদের ব্যবহার, অনুমোদনের বাইরে ক্যাম্প-মাইক ব্যবহার, রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্ব এবং হেভিওয়েট প্রার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর