Logo

জাতীয়

মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল, জামানত বেড়ে ৫০ হাজার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬

মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল, জামানত বেড়ে ৫০ হাজার

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা প্রদত্ত তথ্য ৫ বছরের মধ্যে প্রমাণিত হলে সংসদ সদস্য (এমপি) পদ বাতিল হবে। এ বিধান অন্তর্ভুক্ত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন সংক্রান্ত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশোধনী প্রস্তাব অনুযায়ী, ফেরারি আসামিরা আর প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্র অনলাইনে নয়, কেবল সশরীরেই জমা দিতে হবে। প্রার্থী হওয়ার জন্য জামানত বৃদ্ধি পেয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে, যা বর্তমানে ২০ হাজার টাকা।

ইসির সচিব আখতার আহমেদ জানান, প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রার্থীর সর্বশেষ আয়কর রিটার্ন, দেশে-বিদেশে থাকা সম্পদের বিবরণ এবং আয়ের উৎস দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে।

সংশোধনীতে আরও কয়েকটি নতুন বিধান অন্তর্ভুক্ত হয়েছে—

  • সরকারি চাকরিজীবী, কয়েদি ও প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন
  • একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের বিধান রাখা হচ্ছে
  • সমান ভোট হলে লটারির পরিবর্তে নতুন নিয়ম প্রযোজ্য হবে
  • অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে ইসি
  • জোট করলেও প্রার্থীকে নিজ প্রতীকে লড়তে হবে
  • ইভিএম ব্যবহার বাতিল
  • ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অনুদানের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা
  • পুলিশের বদলিতে ডিআইজি পর্যন্ত ইসির অনুমতি লাগবে
  • এআই ব্যবহার করে মিথ্যা প্রচার করলে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে

মোট ৪৫টি বিধান যুক্ত হচ্ছে সংশোধনী প্রস্তাবে। আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিষয়টি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে নতুন আরপিও অধ্যাদেশ আকারে কার্যকর হবে।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর