নির্বাচনকে সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দিচ্ছে পুলিশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১১

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি।
তিনি বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। এ বিষয়ে বিধি সংশোধনের কিছু প্রক্রিয়া চলছিল, যা এখন শেষের দিকে। এতে নিয়োগ কার্যক্রম সহজ হবে।
এই নিয়োগ নির্বাচনকে সামনে রেখে করা হচ্ছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, ‘হ্যাঁ, আপনারা জানেন প্রধান উপদেষ্টা সম্প্রতি বেশ কিছু ফোর্সের নিয়োগে নীতিগত সম্মতি দিয়েছেন। সেগুলোই আমরা বাস্তবায়ন করছি।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, পুলিশের একটি প্রতিনিধিদল এসেছিল। পুলিশ রেগুলেশনের কয়েকটি সংশোধনের মাধ্যমে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত অর্ডার জারি করা যায়। এতে এএসআই-সহ অন্যান্য নিয়োগ দ্রুত সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এএসআইসহ বিভিন্ন পদ সৃজন করা হয়েছে। নির্বাচনের মাঠে প্রথম যে বাহিনী কাজ করে সেটি পুলিশ, পাশাপাশি আনসারও থাকে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পুলিশ বাহিনীকে প্রস্তুত করতে আমরা প্রক্রিয়াটি গতিশীল করছি।
এনএমএম/এমএইচএস