Logo

জাতীয়

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্তে কমিশন গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্তে কমিশন গঠন

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে কমিশন গঠন করেছে সরকার। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই কমিশন একটি প্রস্তাবনা তৈরি করে সরকারের কাছে জমা দেবে।

গত জুলাই মাসে গঠিত এই পে-কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

জানা গেছে, পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার সুপারিশমালা চূড়ান্ত করবে। নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করা হবে। এ সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা পাবেন।

পে-কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিশনের কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। তবে কমিশনের প্রথম বৈঠকে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে কমিশনকে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও চলছে। সময় পেলে ঘোষণা করা হবে, আর সেটি নতুন সরকার বাস্তবায়ন করবে।’

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সরকারি চাকরি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর