Logo

জাতীয়

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত : ঢামেক পরিচালক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত : ঢামেক পরিচালক

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নুরের শারীরিক অবস্থার উন্নতি দ্রুত হচ্ছে। দেশেই তার চিকিৎসা দেওয়া সম্ভব। তবে ফলোআপ চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন কি না, সেটা পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

ঢামেক পরিচালক আরও জানান, নুর বর্তমানে স্থিতিশীল আছেন। তিনি খাবার খাচ্ছেন, চিকিৎসক ও পরিবারের সঙ্গে কথা বলছেন। চিকিৎসা শুরুর পর থেকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি নুরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় গণঅধিকার পরিষদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে নুর ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নুরুল হক নুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর