Logo

জাতীয়

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ একীভূত করে একক মন্ত্রণালয় হিসেবে পুনর্গঠন করেছে সরকার। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’ এর প্রদত্ত ক্ষমতাবলে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে পুনর্গঠন করা হয়েছে।

নতুন এই কাঠামোর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত ও দ্রুততর হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর