Logo

জাতীয়

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, ৮ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, ৮ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সজীব নামে একজন কেন্দ্রীয় নেতা রয়েছেন বলে জানিয়েছে ডিবি।

ডিবি কর্মকর্তারা জানান, নিষিদ্ধ সংগঠনের এই নেতাকর্মীরা গোপনে ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় তাদের কাছ থেকে সংগঠনবিরোধী বিভিন্ন প্রচার সামগ্রীও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আট জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর