Logo

জাতীয়

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্লট জালিয়াতি মামলার তদন্তকারী কর্মকর্তারা এ সংক্রান্ত চিঠি পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ন্যায়বিচারের স্বার্থে বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে এনে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন ও বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেড নোটিশ জারি জরুরি।

এর আগে দুদক পূর্বাচল আবাসন প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র আদালতে দাখিল করেছে।

গত ১০ মার্চ শেখ হাসিনাসহ ১২ জনকে আসামি করে পূর্বাচল প্রকল্পের একটি প্লট দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও ৫টি চার্জশিট আদালতে বিচারাধীন রয়েছে।

অন্যদিকে পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। তাঁর বিরুদ্ধেও আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দুদক শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত জানায়। এরপর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর