Logo

জাতীয়

নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬

নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারাদেশে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্য এ প্রশিক্ষণের আওতায় আসবেন।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, ‘একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দিচ্ছি।’ তিনি আশা প্রকাশ করেন, এ নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত জিয়া উদ্দিন জানান, গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপি (এইচআর) এ কোর্স প্রণয়নে নেতৃত্ব দেন।

তিনি আরও জানান, দেশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে। একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ও একটি ৯ মিনিটের ফিল্ম। পাশাপাশি একটি বুকলেটও প্রস্তুত করা হয়েছে।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ সদর দপ্তরে মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার তৈরি করার পরিকল্পনা রয়েছে। এরা পরবর্তী সময়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন বলে জানান জিয়া উদ্দিন।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর