Logo

জাতীয়

সংসদীয় সীমানা নিয়ে আন্দোলন করে লাভ নেই : ইসি আনোয়ারুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

সংসদীয় সীমানা নিয়ে আন্দোলন করে লাভ নেই : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। ছবি : বাংলাদেশের খবর

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে চলমান আন্দোলনের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আইনের ভাষায় তো কোনো লাভ আছে বলে আমি মনে করি না।

রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি বলেন, কমিশন সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও যৌক্তিকতার ভিত্তিতেই খসড়া গেজেট প্রকাশ করেছে। 

তিনি দাবি করেন, ‘আমরা প্রতিদিন আপডেট ভোটার সংখ্যা সংগ্রহ করেছি। ৬৪ জেলার গড় ও মোট সংখ্যা বিবেচনা করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। কোথায় এভারেজের ওপরে, কোথায় নিচে— এসব বিষয় বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেন, সীমানা নির্ধারণে এক জায়গায় জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা, আবার কোথাও প্রশাসনিক সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ‘শতভাগ নির্ভুল করা কঠিন, তবে কমিশন যথাসম্ভব স্বচ্ছভাবে কাজ করেছে,’ যোগ করেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম আরও জানান, চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সব পক্ষের বক্তব্য শোনা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন সম্পর্কিত প্রক্রিয়াও চলমান রয়েছে। চলতি মাসেই তা চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোটের পরিবেশ প্রসঙ্গে ইসি বলেন, বর্তমানে শতভাগ অনুকূল পরিবেশ বিদ্যমান। নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর