Logo

জাতীয়

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

বাংলাদেশের খবর প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি : বাংলাদেশের খবর

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৭ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকতে হবে। ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সবকিছু মোকাবিলা করতে হবে। আমরা যত বেশি স্বচ্ছভাবে কাজ করবো, সাধারণ জনগণের কাছে তত বেশি আস্থা অর্জন করতে পারবো।’

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অতীতের নেতিবাচক দৃষ্টান্ত ভুলে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের ওপরও জোর দেন তিনি।

এসময় তিনি সমাজ থেকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি নির্মূলের নির্দেশ দেন। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি থানায় থাকা লুট হওয়া, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দেন।

‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটির কার্যক্রম বন্ধ হয়নি। প্রত্যেক থানায় ফ্যাসিস্টদের তালিকা রয়েছে এবং তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামিনে মুক্তিপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, ‘জুলাই-আগস্টের পর যে নতুনভাবে পুলিশ গড়ে তোলা হয়েছে, তার চূড়ান্ত পরীক্ষা হবে জাতীয় নির্বাচন।’

উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় নির্বাচন দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ জাহাঙ্গীর আলম চৌধুরী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর