Logo

জাতীয়

ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশে কঠোর পদক্ষেপ নেবে সরকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫

ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশে কঠোর পদক্ষেপ নেবে সরকার

ঝটিকা মিছিলসহ যেকোনো ধরনের বেআইনি সমাবেশের ওপর নজরদারি (মনিটরিং) জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে এসব কর্মকাণ্ডের নেপথ্যে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এ বৈঠকে ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ ঠেকাতে মনিটরিং বাড়ানো এবং পেছনের হোতাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই বৈঠকে ৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা হলেন- অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বকশ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআর/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর