Logo

জাতীয়

দল নিবন্ধন চূড়ান্ত করতে ইসির বৈঠক বৃহস্পতিবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১

দল নিবন্ধন চূড়ান্ত করতে ইসির বৈঠক বৃহস্পতিবার

নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তদন্ত ও যাচাই-বাছাই শেষে কোন দলকে নিবন্ধন দেওয়া হবে তা চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ‘সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’র ১৩তম সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে— নতুন রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত ও বিবিধ।

ইসি কর্মকর্তারা জানান, ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই শেষে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হয়েছিল ২২টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন। গত ৩১ আগস্ট তদন্তের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। এতে যারা টিকবে, তাদের ইসি নিবন্ধন দেবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শর্ত পূরণ করা দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর কোনো দলের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবি-আপত্তি পাওয়া গেলে তা ১৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে আপত্তিকারীর শুনানি গ্রহণ করবে ইসি। আর নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি-আপত্তি না পাওয়া গেলে ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ ও নিবন্ধন সনদ প্রদান করবে সংস্থাটি।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর