
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি গ্রহণের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। প্রাপ্ত দাবি-আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ ইতোমধ্যে গেজেটে প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী এলাকা ভিত্তিক খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথমে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ধরা হলেও ব্যয় কমানোর জন্য উল্লেখযোগ্যভাবে ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি না করে বুথের সংখ্যা ও প্রতি বুথে ভোটারের সংখ্যা বৃদ্ধি করছে নির্বাচন কমিশন। আগে পুরুষদের জন্য প্রতি বুথে ভোটার ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, বুথ সংখ্যা পুনর্নির্ধারণের ফলে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনীয়তাও কমেছে।
এসআইবি/এমএইচএস