২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১

২০২৬ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। এ সময়সীমা আর বাড়ানো হবে না।
বুধবার (১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রার প্রাথমিক নিবন্ধনের সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে করা সমঝোতা অনুযায়ী ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে আর কোনো সুযোগ থাকবে না।
এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, সৌদি সরকারের নতুন নিয়ম অনুসারে হজ কার্যক্রমকে আধুনিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রাথমিক নিবন্ধনের সময়সীমা কঠোরভাবে অনুসরণ করা হবে।
মন্ত্রণালয় থেকে সম্ভাব্য হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানানো হয়েছে।
ডিআর/এমএইচএস