Logo

জাতীয়

৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি; এর সঙ্গে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র রাখা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। তিনি জানান, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভোটকক্ষও নির্দিষ্ট অনুপাতে হিসাব করা হয়েছে-পুরুষ ভোটারের ক্ষেত্রে ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারের ক্ষেত্রে ৫০০ জনে একটি কক্ষ ধরা হয়েছে। এতে পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ মিলিয়ে মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ নির্ধারণ হয়েছে।

ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টিতে।

খসড়া তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এসব নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা এবং ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে ভোটগ্রহণের পরিকল্পনা করছে।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর