Logo

জাতীয়

সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চাইছেন ইসি কর্মকর্তারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯

সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চাইছেন ইসি কর্মকর্তারা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিতে চায় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন (বাইকঅএ) আহ্বায়ক কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সভায় পাঁচ দফা দাবি উত্থাপন করেন কর্মকর্তারা। এর মধ্যে অন্যতম হলো জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকের পরিবর্তে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রদান। বর্তমানে উপনির্বাচনে কমিশনের কর্মকর্তারা এ দায়িত্ব পালন করে থাকেন।

কর্মকর্তাদের দাবিগুলো হলো-

১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে “নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ–২০২৫” দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।

২. পদসৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন।

৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন–২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর।

৪. অ্যাসোসিয়েশনের যৌক্তিক প্রস্তাব বাস্তবায়নে চলতি মাসের শেষ সপ্তাহে নির্বাচন ভবনে মাননীয় কমিশনের উপস্থিতিতে জরুরি সাধারণ সভা আয়োজনের লক্ষ্যে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিকাল ৫টায় জুম প্ল্যাটফর্মে সভা আহ্বান।

৫. উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩০ আগস্ট ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, তাদের দাবি বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের সাংগঠনিক সক্ষমতা ও নির্বাচন পরিচালনার দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর