
দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র ভ্যাপসা গরম। এর মধ্যেই নতুন করে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে এ বৃষ্টিবলয়। যার নাম দেওয়া হয়েছে ‘ঈশান ২’।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সংস্থাটির ফেসবুক বার্তায় বলা হয়, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এ বৃষ্টিবলয়। তবে এর প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমে আসবে। ইতিমধ্যেই রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ বৃষ্টিবলয়ের কারণে কয়েকটি অঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল, নদী ভাঙন বা জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে। তবে দীর্ঘদিনের ভ্যাপসা গরমে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য এটি কিছুটা স্বস্তিও বয়ে আনতে পারে।
আবহাওয়াবিদেরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ুর আচরণে যে পরিবর্তন দেখা যাচ্ছে, এ বৃষ্টিবলয় তারই একটি প্রতিফলন। আগাম সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমেই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা সম্ভব।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বিডব্লিউওটি সাধারণ মানুষকে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে।
এসআইবি/এমবি