Logo

জাতীয়

নির্বাচনী সংলাপ : রাজনৈতিক দলগুলোর লিখিত প্রস্তাব চাইবে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২

নির্বাচনী সংলাপ : রাজনৈতিক দলগুলোর লিখিত প্রস্তাব চাইবে ইসি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে উন্মুক্ত আলোচনার পাশাপাশি দলগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাবও চাইবে কমিশন।

ইসির এক কর্মকর্তা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে দলগুলো নানা প্রস্তাব দিয়েছে, যার অনেকগুলোই আমলে নিয়ে কার্যক্রম চলছে। তিনি বলেন, ‘আমরা ভাবছি সংলাপ শুরুর ১০ দিন আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দেব। চিঠিতে লিখিত প্রস্তাব দেওয়ার অনুরোধ থাকবে।’

ইসির ওই কর্মকর্তা জানান, সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা সময়ে সংলাপ করা হবে। এতে আলোচনার শৃঙ্খলা বজায় থাকবে বলে কমিশনের ধারণা।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও পরে শর্ত পূরণে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়—জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াত ও জাগপার নিবন্ধন ফেরত এলে ইসি কেবল জামায়াতের নিবন্ধন কার্যকর করেছে।

অন্যদিকে, ২২টি নতুন রাজনৈতিক দলের মাঠপর্যায়ের তদন্ত শেষ হয়েছে। এসব প্রতিবেদনের পর্যালোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আরও কয়েকটি দল নতুনভাবে নিবন্ধন পেতে পারে।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর