দোয়া করুন, ডাকসুর মতো জাকসুর নির্বাচনও সুষ্ঠু হোক : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪

ছবি : বাংলাদেশের খবর
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আল্লাহর কাছে দোয়া করুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মতো জাহাঙ্গীরনগরের (জাকসু) নির্বাচনও সুষ্ঠু হোক।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন অন্যবারের তুলনায় অনেক ভালো হয়েছে এবং আইনশৃঙ্খলাও এখন ভালোভাবে পরিচালিত হচ্ছে।’
অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যেই বিভিন্ন বাহিনীর ট্রেনিং শুরু হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রায় ৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও পুলিশ মোতায়েন থাকবে।’
পাসপোর্ট অফিস পরিদর্শনের বিষয়ে তিনি জানান, পাসপোর্ট দেওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে এবং নাগরিক সেবাকেন্দ্র খোলার মাধ্যমে পাসপোর্ট সহজে পাওয়া সম্ভব হচ্ছে। এছাড়া পুলিশের ভেরিফিকেশনও সরলীকৃত হয়েছে।
এনএমএম/এএ