Logo

জাতীয়

প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন : সিইসি

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০

প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন : সিইসি

ছবি : বাংলাদেশের খবর

প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সম্প্রতি টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত সভায় প্রবাসী ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান।

সভায় প্রধান নির্বাচন কমিশনার বিদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রবাসীদের ভোট প্রদানে উৎসাহিত করেন। তিনি জানান, 'পোস্টাল ব্যালট বিডি' নামে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে, যার মাধ্যমে প্রবাসীরা সহজেই ভোট প্রদান করতে পারবেন।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী।

মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে প্রবাসী ভোটাররা ভোটাধিকার ও এনআইডি সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেন। সকল প্রশ্নের উত্তর দেন কমিশনার এবং প্রবাসীদের ভোট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

সভায় প্রবাসীরা প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান এবং কনস্যুলেটের এমন আয়োজনকে সাধুবাদ জানান। সভা শেষে কনসাল জেনারেল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর