জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক দুপুরে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে।
বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপি সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল এ সংলাপে যোগ দেবে। এছাড়া আমন্ত্রিত কয়েকটি দল জানিয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকতে পারেন।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কমিশনের পক্ষ থেকে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে এগোনোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বাস্তবায়নের চূড়ান্ত পথ এখনও নির্ধারিত হয়নি।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সার্বিক ঐকমত্য গড়ে ওঠলেও আইনি প্রক্রিয়া নির্ধারণে আজকের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এনএমএম/এমবি