রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০

ছবি : সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া এখনো নির্ধারণ করা যায়নি। এ নিয়ে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন।
এর আগে গত ১১ সেপ্টেম্বরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে বৈঠক করে কমিশন।
এনএমএম/এএ