অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে বিজিবির আহ্বান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪০

সীমান্ত দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ রোধে জনগণের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিজিবির পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি অসাধু চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে অভিযান চালিয়ে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শটগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জনগণকে বিজিবির টোল-ফ্রি নম্বরে ০১৭৬৯৬০০৫৫৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এনএমএম/এমবি