নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সজাগ থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩
-68c809f829f79.jpg)
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ যেকোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন কমিশনার।
তিনি বলেন, ‘কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচন তার উদাহরণ, যেখানে সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব হয়েছে।’
কমিশনার আরও জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের মানবিক গুণাবলি অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, ডিএমপিকে আধুনিকায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন কার্যক্রম চালু করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঝুঁকিপূর্ণ স্পটগুলো চিহ্নিত করে টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সহযোগী ও অর্থায়নকারীদেরও আইনের আওতায় আনা হবে।
সভায় যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন। এতে ডাকাতি, দস্যুতা, চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরা হয়।
সভা শেষে আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে উৎকৃষ্ট কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
এনএমএম/এমএইচএস