কারাগারে মাদকবিরোধী মাস, ডোপ টেস্টে নজরদারি বাড়াল কারা অধিদপ্তর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭
---2025-09-16T142240-68c91f72da895.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে নির্মূল করতে সেপ্টেম্বর মাসকে মাদকবিরোধী কার্যক্রমের মাস ঘোষণা করেছে কারা অধিদপ্তর। এর অংশ হিসেবে দেশের সব কারাগারে চলছে বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তর জানায়, দর্শনার্থী, বন্দি ও কারাকর্মীদের প্রবেশকালে বিশেষ তল্লাশির পাশাপাশি সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে। পাশাপাশি মাদক সেবনের সন্দেহে বন্দি ও কারা কর্মকর্তাদের নিজস্ব ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চিহ্নিতদের অধিকতর নজরদারিতে এনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ”- এই মূলমন্ত্র নিয়ে কারা অধিদপ্তর শুধু শাস্তি নয়, বরং সংশোধনমূলক কার্যক্রমের মাধ্যমে বন্দিদের দক্ষ মানবসম্পদে পরিণত করে সমাজে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে।
উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, কারাগারে দর্শনার্থী ও বন্দিদের বিশেষ তল্লাশি, কারারক্ষী, বন্দি ও দর্শনার্থীদের জন্য সচেতনতামূলক প্রচারণা, ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী চিহ্নিতকরণ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, এই কার্যক্রম চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও জোরদার করা হবে।
- এনএমএম/এমআই