Logo

জাতীয়

বাংলাদেশ পুলিশকে কম্পিউটার উপহার দিল চীনা দূতাবাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬

বাংলাদেশ পুলিশকে কম্পিউটার উপহার দিল চীনা দূতাবাস

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ৪৯টি কম্পিউটার ও ৪৯টি প্রিন্টার উপহার দেওয়া হয়।

উপহার গ্রহণের সময় আইজিপি বাহারুল আলম রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করেন। এ সময় আইজিপি সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে চীনা দূতাবাস ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর