Logo

জাতীয়

মেয়াদ বাড়ানো হলেও দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১

মেয়াদ বাড়ানো হলেও দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন

ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে এত সময় লাগবে না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের তৃতীয় ধাপের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন। তার আগে সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলো বাস্তবায়নের ছয়টি উপায় প্রস্তাব করেছে। কেউ বলেছেন বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে কার্যকর করা যেতে পারে, আবার অনেকেই সংসদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। বিশেষজ্ঞ প্যানেল গণভোট ও সাংবিধানিক আদেশ— দুটি বিকল্পের কথা তুলে ধরলেও তাদের কাছ থেকে একটি সুস্পষ্ট মতামত কমিশন পেয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা সরকারকে অনুরোধ করেছি, যেসব বিষয় অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব, সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। সংবিধানসংক্রান্ত জটিল বিষয়গুলোতে সরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে।’

তিনি আরও জানান, সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে দু’জন করে প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছিল, বেশিরভাগ দলই ইতিমধ্যে পাঠিয়েছে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় ঐকমত্য কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর