চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া নিয়ে গুঞ্জন নাকচ করল আইএসপিআর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান এবং শহরের একটি হোটেলে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান ৭ দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’-এর অংশ হিসেবেই মার্কিন সেনারা চট্টগ্রামে অবস্থান করছেন।
গত রোববার বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে এ মহড়ার উদ্বোধন করেন ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এতে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন, যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য ছাড়াও সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।
মহড়ার মধ্যে রয়েছে— মেডিভ্যাক (উদ্ধার অভিযান) সমন্বয়, বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবিলা কার্যক্রম, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (সিআরআরসি), জঙ্গল সারভাইভাল ও দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ (এইচএডিআর)।
ঘাঁটিতে মার্কিন সি-১৩০জে বিমানের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই নানা জল্পনা শুরু হয়। এমনকি চট্টগ্রামের একটি হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছে—এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে আইএসপিআর বলছে, এসব গুজব ভিত্তিহীন।
আইএসপিআর জানায়, এ মহড়ার উদ্দেশ্য হলো দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, আন্তঃকার্যক্ষমতা জোরদার এবং সহযোগিতা শক্তিশালী করা। পাশাপাশি স্থানীয় জনগণের জন্য চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক সহায়তাও দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার মহড়া পরিদর্শন করেন এবং ২ দেশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাত দিনব্যাপী এ মহড়া বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসাইন রয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্বদরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন।’
তিনি বলেন, ‘দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি।’
প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশন শেষে আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।
এনএমএম/এএ