রাকসু-চাকসু নির্বাচন শান্তিপূর্ণ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

ছবি : বাংলাদেশের খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠুসহ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো উদ্বেগ নেই। আমরা আশা করি নির্বাচন দুটি খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। সাংবাদিকরাও পর্যবেক্ষণ করতে পারবেন। তাদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা রাখা হবে।’
শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা বিশ্বাস করি, নির্বাচন দুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
রাকসু ও চাকসু নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে নির্বাচনী পরিবেশ গড়ে উঠেছে। বিভিন্ন সংগঠন ও ছাত্রসংগঠন ইতোমধ্যেই প্রার্থীতার প্রস্তুতি শুরু করেছে।
এনএমএম/এএ