Logo

জাতীয়

দলীয়করণের রূপ বদলেছে, বন্ধ হয়নি : ড. ইফতেখারুজ্জামান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬

দলীয়করণের রূপ বদলেছে, বন্ধ হয়নি :  ড. ইফতেখারুজ্জামান

গণ-অভ্যুত্থানের পর এখনো দলীয়করণ বিদ্যমান। কেবল রূপ বদলেছে, বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়নি। বরং দলীয়করণ দেশের জন্য এখনো বড় প্রতিবন্ধকতা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা— এই তিনটি শক্তিই নির্বাচন প্রক্রিয়ার মূল চালিকাশক্তি। তাদের টানাপড়েনের মধ্য দিয়েই নির্বাচন পরিচালিত হয়।

তিনি আরও বলেন, গত ৫৪ বছর ধরেই দলীয়করণের কারণে দেশ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই দুর্বলতাগুলো মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা জরুরি। কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, সেটি চিহ্নিত করাও প্রয়োজন। এ বিষয়ে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

তবে সব কিছু সত্ত্বেও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিআইবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর